1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার, ভোগান্তিতে সাধারণ মানুষ মিটফোর্ডের সামনে হত্যার ঘটনায় ২ আসামির রিমান্ড মঞ্জুর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, যুবদল নেতাসহ গ্রেফতার ৪ ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি ♦ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি ♦ দাবিদাওয়া নিয়ে এগোচ্ছে জামায়াত এনসিপি নায়িকাদের অন্য পেশা Brutal murder in Old Dhaka: 2 Jubo Dal leaders expelled for life 2nd round of US-Bangladesh tariff talks set to conclude today as business leaders await breakthrough নিজের ১০০তম জন্মদিনে মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। রিটার্ন ছাড়াই ১৩ সেবা, স্বস্তিতে সাধারণ করদাতা

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিরর বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৭৬ বার দেখা হয়েছে

সংসদের ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিরর ৭০তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্ল্াহ, মো. শামসুল হক টুকু এবং মইন উদ্দীন খান বাদল অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০০৯-২০১০ অর্থবছরের হিসাব সর্ম্পকিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, (আয়কর) ২০০৯-২০১০ এর অডিট আপত্তি/মন্তব্যের ওপর বিস্তারিত আলোচনা হয়।
কমিটি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এ অডিট আপত্তি ও মন্তব্যের অনুচ্ছেদ-১ এ বর্ণিত অনুমোদনযোগ্য নয় এরূপ খরচকে আয়ের সাথে যোগ না করে মোট আয় কম নিরূপন করায় আয়কর বাবদ ১২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৯১৪ টাকা রাজস্ব ক্ষতি অনুচ্ছেদ-২ উডল্যান্ড অ্যাপারেল্স এর অব্যাখ্যায়িত আয়কে মোট আয়ের সাথে যোগ করায় আয়কর বাবদ ৪ কোটি ৪ লাখ ৬২ হাজার ৮৯৭ টাকা কম আদায়, অনুচ্ছেদ-৩ বিওসি গ্রুপ এর প্রযোজ্য হার অপেক্ষা কম হারে করারোপ করায় আয়কর বাবদ ১ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ২০২ টাকা রাজস্ব ক্ষতি অনুচ্ছেদ-৪ অনুমোদনযোগ্য সীমার অতিরিক্ত দাবিকৃত খরচের টাকা মোট আয়ের সাথে যোগ না করায় আয়কর বাবদ ৫৩ লাখ ১৮ হাজার ৪২৩ টাকা কম আদায়, অনুচ্ছেদ-৫ এলিট সিকিউরিটি সার্ভিসেস আয় হ্রাস করে রির্টার্ন দাখিল করায় আয়কর বাবদ ৩৪ লাখ ১৬ হাজার ২২২ টাকা কম প্রদান, অনুচ্ছেদ-৬ মালেক স্পিনিং মিলস লিমিটেড এর উৎসে আয়কর কম আদায়/আদায় না করায় সরকারের ২৩ লাখ ৬২ হাজার ২৭২ টাকা রাজস্ব ক্ষতি অনুচ্ছেদ-৭ এ টি এম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আমদানিকৃত পণ্যের বিক্রয়ের হিসাব আয়কর রির্টানে প্রদর্শন না করায় আয়কর বাবদ ১১ লাখ ১১ হাজার ৫৮৮ টাকা রাজস্ব ক্ষতি এবং অনুচ্ছেদ ৮ প্রমাণকের অভাবে ডিসিটি কর্তৃক খরচের দাবি অগ্রাহ্য করা সত্ত্বেও মোট আয়ের সাথে তা যোগ না করে আয়কর কম আদায় করায় ২ লাখ ৫৪ হাজার ৩০৮ টাকা রাজস্ব ক্ষতি হয়।
যে সকল আপত্তিতে মামলা নেই সে সকল আপত্তিগুলোর টাকা আদায়ে মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। আয়কর আইন অনুযায়ী উত্থাপিত আপত্তিগুলো পূর্বের গ্রহীত সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে সকল আপত্তি নিষ্পত্তি করা, আয়কর আদায়ে রাজস্ব বোর্ডকে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং আয়কর বিভাগের আইন অনুযায়ী সুষ্ঠুভাবে দায়িত্ব পালনসহ প্রয়োজনে কিছু আইন সংশোধন করার বিষয়েও কমিটি সুপারিশ করে।
উডল্যান্ড অ্যাপারেল্স এর আপত্তির বিষয়ে ত্রিপক্ষীয় সভা আহ্বান করে আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে কমিটির নিকট প্রতিবেদন প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অনুচ্ছেদ-৭ এ টি এম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আমদানিকৃত পণ্যের বিক্রয়ের হিসাব আয়কর রির্টানে প্রদর্শন না করায় আয়কর বাবদ ১১ লাখ ১১ হাজার ৫৮৮ টাকা রাজস্ব ক্ষতির বিষয়ে আয়কর বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে এবং আগামী ৩০ দিনের মধ্যে অর্থ আদায়ের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে কমিটিকে প্রতিবেদন প্রদান করার বিষয়ে সুপারিশ করা হয়। কতিপয় আপত্তি নিষ্পত্তি এবং আংশিক নিষ্পত্তির সুপারিশ করে এছাড়া আর্থিক সুশাসন ফিরিয়ে আনারও বিষয়ে কমিটি সুপারিশ করে।
অভ্যন্তরীণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com