মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামীলীগ সকল ধর্মের লোকদের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তিনি বলেন এক সময় অপপ্রচার ছিল আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হবে, মসজিদে উলুধ্বনি উঠবে। কিন্তু এই অপপ্রচার আজ মিথ্যা প্রমানিত হয়েছে।
ইসলামের সঠিক ব্যাখ্যা ও ভূল বুঝাবুঝি দূর করার জন্য বঙ্গবন্ধুই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামীলীগ সরকারই ৪২ হাজার ইমামকে প্রশিক্ষণ প্রদান করেছে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আজ গাজীপুরের কালিগঞ্জের তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কালীগঞ্জের সকল মসজিদের ইমাম ও মুসলিম ধর্মীয় নেতাদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আমিন ও বিশিষ্ট ধর্মীয় নেতা মাওলানা মো. আব্দুল হানিফ প্রমুখ।
মেহের আফরোজ চুমকি মায়ানমারে রোহিঙ্গা নিধনের তীব্র নিন্দা জ্ঞাপন এবং বিশ্ববাসীকে এই নিধনের প্রতিবাদে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান। তিনি নোবেল বিজয়ী ড. ইউনুস ও অংসান সুচিকে চলমান রোহিঙ্গা ইস্যুতে আরো মানবিক ও সরব হওয়ার আহ্বান জানান।