1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান, অভ্যর্থনা ও নিরাপত্তা প্রস্তুতিতে বিএনপি দেবীদ্বারে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহের বক্তব্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আয়োজন উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ ও সুইজারল্যান্ডে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফয়সালের সব ধরনের অপকর্মে বাবা-মার সম্পৃক্ততা স্বীকার বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত আগামীকাল হওয়ার সম্ভাবনা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে ক্রিটিক্যাল অবস্থায়

বিশ্ব তাইকোয়ানদো চ্যাম্পিয়ানশিপ- ২০১৭ তে অংশগ্রহণকারী সান্তনা রায়কে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৩৫ বার দেখা হয়েছে

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এ ২০তম বিশ্ব তাইকোয়ানদো চ্যাম্পিয়ানশিপ-২০১৭ তে অংশগ্রহণকারী লালমনিরহাটের সান্তনা রায়কে আজ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ তাঁর অফিস কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, লালমনিরহাটের আদিতমারী একটি প্রত্যন্ত এলাকা। এই রকম একটি দরিদ্র এলাকা থেকে একটি মেয়ে যেভাবে খেলোয়াড়ী জীবন সমৃদ্ধ করেছে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ এই মেয়েটি সামান্য টাকার অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন। প্রতিমন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় থেকে সান্তনা রায়ের জন্য ৬০ হাজার টাকা প্রদান করতে পেরে তিনি নিজেকে কিছুটা হলেও তৃপ্ত মনে করছেন।

খেলায় অংশগ্রহণকারী সান্তনা বলেন, আমি অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে। প্রতিমন্ত্রী মহোদয় এই আর্থিক সহায়তা না করলে আমি হয়তো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম না।

উল্লেখ্য, সান্তনা রায় লালমনিরহাট জেলার হরিদাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ইতিহাস বিভাগে রংপুর সরকারি কলেজ থেকে বিএ অনার্স ও রাজশাহী কলেজ থেকে এম এ সম্পন্ন করেন। স্কুল জীবন থেকেই সান্তনা রায় খেলাধুলায় পারদর্শী ছিলেন। স্কুল জীবনে স্কুল সহপাঠীদের সমন্বিত চাঁদা দিয়ে প্রথম জীবনের খেলাধুলা শুরু করেন। পরবর্তীতে সান্তনা রায় ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিতব্য ৭ম এশিয়ান তাইকোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য স্বর্ণপদক লাভ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com