1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লাপাত্তা সেই ১৪ দল অফিস ভাড়া বাকি রেখে উধাও গণতন্ত্রী পার্টি কাগজে থাকলেও বাস্তবে অফিস নেই তরিকত ফেডারেশনের গোলাম রাব্বানী ও শরিফুল ইসলাম সীমান্ত ভোটের জটিল হিসাবে দুই প্রার্থী ♦ ভাগ্য ঝুলছে অঙ্গরাজ্যের ভোটে ♦ কমলায় ঝুঁকেছেন শ্বেতাঙ্গ নারীরা ♦ ট্রাম্পে সমর্থন হিসপ্যানিকদের Chief Adviser urges Australia to increase regular migration from Bangladesh রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা নির্বাচনমুখী সরকার ইসি গঠনে সার্চ কমিটি চূড়ান্ত প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের ভোট প্রস্তুতিতে বিএনপি ♦ জোট নেতাদের দেবে আসন ছাড় ♦ বিজয়ী হলে গড়বে জাতীয় সরকার ♦ নভেম্বরে মহানগরসহ সব সাংগঠনিক জেলায় সমাবেশ ৩ লাখ কোটির হদিসে দুই সংস্থা ১৫ বছরে বিপুল পাচার টাকা নিয়ে অনুসন্ধানে দুদক ও সিআইডি UN fact-finding mission likely to finalise its report by early Dec: Türk ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৩১২ রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ প্রাণহানি আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা

বিশ্ব তাইকোয়ানদো চ্যাম্পিয়ানশিপ- ২০১৭ তে অংশগ্রহণকারী সান্তনা রায়কে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৫ বার দেখা হয়েছে

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এ ২০তম বিশ্ব তাইকোয়ানদো চ্যাম্পিয়ানশিপ-২০১৭ তে অংশগ্রহণকারী লালমনিরহাটের সান্তনা রায়কে আজ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ তাঁর অফিস কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, লালমনিরহাটের আদিতমারী একটি প্রত্যন্ত এলাকা। এই রকম একটি দরিদ্র এলাকা থেকে একটি মেয়ে যেভাবে খেলোয়াড়ী জীবন সমৃদ্ধ করেছে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ এই মেয়েটি সামান্য টাকার অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন। প্রতিমন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় থেকে সান্তনা রায়ের জন্য ৬০ হাজার টাকা প্রদান করতে পেরে তিনি নিজেকে কিছুটা হলেও তৃপ্ত মনে করছেন।

খেলায় অংশগ্রহণকারী সান্তনা বলেন, আমি অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে। প্রতিমন্ত্রী মহোদয় এই আর্থিক সহায়তা না করলে আমি হয়তো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম না।

উল্লেখ্য, সান্তনা রায় লালমনিরহাট জেলার হরিদাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ইতিহাস বিভাগে রংপুর সরকারি কলেজ থেকে বিএ অনার্স ও রাজশাহী কলেজ থেকে এম এ সম্পন্ন করেন। স্কুল জীবন থেকেই সান্তনা রায় খেলাধুলায় পারদর্শী ছিলেন। স্কুল জীবনে স্কুল সহপাঠীদের সমন্বিত চাঁদা দিয়ে প্রথম জীবনের খেলাধুলা শুরু করেন। পরবর্তীতে সান্তনা রায় ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিতব্য ৭ম এশিয়ান তাইকোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য স্বর্ণপদক লাভ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com