1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান, অভ্যর্থনা ও নিরাপত্তা প্রস্তুতিতে বিএনপি দেবীদ্বারে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহের বক্তব্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আয়োজন উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ ও সুইজারল্যান্ডে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফয়সালের সব ধরনের অপকর্মে বাবা-মার সম্পৃক্ততা স্বীকার বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত আগামীকাল হওয়ার সম্ভাবনা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে ক্রিটিক্যাল অবস্থায়

তথ্য অধিদফতরের কর্মকর্তাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৪২ বার দেখা হয়েছে

তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বির নেতৃত্বে আজ তথ্য অধিদফতরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন করেন।

পরিদর্শনের পূর্বে এক মতবিনিময় সভায় তথ্য অধিদফতর ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিনিধিরা একমত পোষণ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি ও নীতিসমূহ তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে। এ যোগাযোগ যত বৃদ্ধি পাবে জনগণের কল্যাণ তত নিশ্চিত হবে।

তাঁরা আরো বলেন, জনসংযোগ ও গণমাধ্যম একই সূত্রে গাঁথা। জনগণকে নির্ভুল তথ্য জানানোর ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে সহযোগিতা না থাকলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যা কারো কাম্য নয়।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ফায়জুল হক, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, দি ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী ও নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, নিউজ ২৪ এর নির্বাহী পরিচালক হাসনাইন খুরশীদ, হেড অভ্ প্রোগ্রাম সামিয়া রহমান ও প্রধান বার্তা সম্পাদক শাহ্নাজ মুন্নী এবং রেডিও ক্যাপিটাল এফএম এর নির্বাহী পরিচালক মেহেদী মালিক সজীব।

এরপর প্রতিনিধিদলের সদস্যরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দি ডেইলি সান, বাংলানিউজ ২৪, নিউজ ২৪ ও রেডিও ক্যাপিটাল এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com