1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান, অভ্যর্থনা ও নিরাপত্তা প্রস্তুতিতে বিএনপি দেবীদ্বারে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহের বক্তব্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আয়োজন উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ ও সুইজারল্যান্ডে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফয়সালের সব ধরনের অপকর্মে বাবা-মার সম্পৃক্ততা স্বীকার বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত আগামীকাল হওয়ার সম্ভাবনা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে ক্রিটিক্যাল অবস্থায়

রোহিঙ্গা এতিমশিশুদের স্মার্টকার্ড প্রদান করা হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৩৮ বার দেখা হয়েছে

আজ সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাখাইন থেকে আগত এতিমশিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয়’ শীর্ষক সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদসম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা দেখিয়েছেন, তা ইতিহাসে বিরল। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাখাইন থেকে আগত এতিমশিশুদের আমাদের দেশীয় শিশুদের মতো করে দেখভাল করার নির্দেশ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিমশিশুর জন্য স্মার্টকার্ড প্রদানের ব্যবস্থা হচ্ছে। এক্ষেত্রে শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিমশিশু কিশোরদের আলাদা করে তাদের থাকা খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এজন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন এর কাছ থেকে নেবার ব্যবস্থা করা হচ্ছে বলে সংবাদসম্মেলনে প্রতিমন্ত্রী জানান।
তিনি আরো বলেন, ইতোমধ্যে গুগোল ফরমের মাধ্যমে প্রায় ২ হাজার এতিমশিশুর ডাটাবেইস তৈরি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাকি শিশুদের ডাটাবেইস তৈরি সম্পন্ন হবে এবং স্মার্টকার্ড দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে প্রায় ৬ হাজার রোহিঙ্গা এতিমশিশু আমাদের দেশে প্রবেশ করে থাকতে পারে। এসব এতিমশিশুদের আলাদাভাবে মানসম্পন্ন খাবার দেয়া হবে। সরকার বর্তমানে দেশে ১৩২ টি শিশু-কিশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ হাজার এতিমদের লালণপালন করে আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com