1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৬ জুলাই সরকারি ছুটি থাকবে? চাঁদা না পেয়ে পল্লবীর ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ও হামলা ঘটনায় গ্রেফতার ৩ পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪ অপরাধী ধরতে সারা দেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় আগ্রহ হারাচ্ছে শিশু-কিশোরেরা: সমীক্ষা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট, থাকছে ড্রোন শো’ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার ‘সর্বাত্মক’ শুদ্ধি অভিযানে যাচ্ছে বিএনপি

পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে ডব্লিউএফপি খাদ্য সহায়তা দেবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৯০ বার দেখা হয়েছে

জাতিসংঘের খাদ্য সংস্থা-ডব্লিউএফপি মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দেবে।

আজ রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, এর সাথে ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে (উধারফ ইবধংষবু) সাক্ষাৎকালে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে তাঁরা মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বলে মন্ত্রীকে অবহিত করে।

মতবিনিময় কালে মন্ত্রী ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালককে জানান ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারকে এসব নাগরিককে ফিরিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্য মূল্য ঊর্ধ্বমুখী। ডেভিড বিসলে মন্ত্রীকে জানান, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতিমধ্যে তিনি বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com