1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

নব্য ইয়াজিদ জঙ্গি-জামাত-রাজাকারের সাথে আপোশ নয় : আশুরা সমাবেশে তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৯১ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নামে মুসলমান হলেও ইয়াজিদ ও মীরজাফরের মতোই রাজাকার-জঙ্গি-জামাতিরা ইসলামও দেশের শত্রু। এরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। এদের সাথে কোনো মিটমাট নয়, আপোশ নয়।
মন্ত্রী গত রোববার দুপুরে হিজরি সনের ১০ মহরম (পবিত্র আশুরা) উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের গড়পাড়ার ইমামবাড়িতে দেশের সর্ববৃহৎ আশুরা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
হাসানুল হক ইনু এসময় ইমাম হোসেন, ইমাম হাসান ও তাদের সঙ্গীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পবিত্র আশুরা শুধু শিয়া মতাবলম্বীদের নয়, সকলের জন্যই এক স্মরণীয় বেদনার দিন। ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল তাদের বংশধর রাজাকার-জঙ্গি-জামাতিরাই আজ মানুষ মারে, পোড়ায়, মন্দির-মসজিদে আগুন দেয়।
ইয়াজিদদের সঙ্গে যেমন ইমামেরা কোনো আপোশ করেননি, তেমনি রাজাকার-জঙ্গি-জামাতিদের সাথেও কোনো আপোশ-মিটমাট চলেনা, কারণ এরা ইসলাম ও দেশের শত্রু’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা মিটমাটের কথা বলেন, তারা এই নব্য ইয়াজিদদের প্রধান পৃষ্ঠপোষক।
গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের খাদেম শাহ্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইকবাল হোসেন খানসহ মানিকগঞ্জের বিশিষ্ট ব্যক্তিগণ ইমামবাড়ির আশুরা সমাবেশে বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com