রোহিঙ্গাদের অস্থায়ী নিবাস তৈরির জন্য দুই হাজার একর জমির সাথে আরো এক হাজার একর জমি যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নির্দিষ্ট এলাকায় সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।
মন্ত্রী আজ উখিয়ার বালুখালীতে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পে মানবিক সহায়তায় নিয়োজিত দেশি বিদেশি সংস্থাসমূহের মধ্যে কাজের সমন্বয় তৈরি করতে হবে। ক্যাম্পে কর্মরত এনজিও কর্মীদের পরিচয়পত্র সাথে রাখার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আশিক উল্যাহ রফিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ অন্যান্য আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।