1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফাঁকিবাজদের আতঙ্ক আয়কর গোয়েন্দা হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ, দুবাইয়ে ১০০,০০০ দিরহাম হারালেন এক ভারতীয়! আয়কর গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকির সন্ধান ৩৯ সেবায় আয়কর রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ প্রায় ৪০ শতাংশ ওষুধে ভেজাল, ওষুধশিল্পে ভয়াবহ নৈরাজ্য ইউনাইটেড গ্রুপের শত কোটি টাকার কর ফাঁকি ♦ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ♦ আয়কর নথি তলব ♦ কারণ দর্শাও নোটিস টিকা কর্মসূচিতে বড় ধাক্কা ♦ অর্থ বরাদ্দে দেরি হওয়ায় সময়মতো মিলছে না টিকা ♦ সঠিক ডোজ না পাওয়ায় ঝুঁকিতে কয়েক লাখ শিশু বিশ্বসেরা মুসলিম জ্ঞানীদের গল্প

চলমান শিক্ষাবান্ধব কর্মসূচির প্রতি শিক্ষকদের একাত্ম হতে হবে — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৯৭ বার দেখা হয়েছে

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে প্রাথমিক শিক্ষায় অর্জিত সাফল্য আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃতি পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে ও তাদেরকে দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের চলমান শিক্ষাবান্ধব কর্মসূচির প্রতি শিক্ষকদের একাত্ম হতে হবে।
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ আজ কাকরাইলে আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিপু সুলতান এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, শিক্ষক নেতা মনসুর আলী, অধ্যক্ষ শরীফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ কামাল হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত জাতিকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরে ৩৬ হাজার ১৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়ক মেধাবী জাতি গঠনে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এসময় কিছু টেকনিক্যাল কারণে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব হয়নি। তিনি এসব বিদ্যালয় জাতীয়করণসহ আয়োজক সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতি গঠনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে সরকারকে সহায়তা করার আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com