1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নির্বাচন ইস্যুতে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সুদানের কর্দোফানে ড্রোন হামলায় শতাধিক বেসামরিক নিহত, সংঘাতের তীব্রতা বাড়ছে টেলিভিশন নির্বাচনি অনুষ্ঠানে ব্যক্তিগত আক্রমণ নিষিদ্ধের নির্দেশ দিলো ইসি শাবনূরের জন্মদিনে ‘দুই নয়নের আলো’-র স্মরণ ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি বৃদ্ধি, সাম্প্রতিক ২৪ ঘণ্টায় কোন মৃত্যু নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২২৫ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কার বিপক্ষে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল আসছে, আরও অন্যান্য দেশ থেকেও প্রস্তাবনা এসেছে সচিবালয়ে ভাতা বিতর্কে ১৪ কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বরখাস্ত দেশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে স্টুডেন্ট ওপেন হাউজ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ১৩২ বার দেখা হয়েছে

জাপানে লেখাপড়া করতে আসা বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করা ও তাদের নানবিধ সমস্যা সমাধান করার প্রয়াস নিয়ে ২২ অক্টোবর টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো এক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঐ আলোচনায় টোকিও ও আশেপাশের শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাদের শুভেচ্ছা ও স্বাগত জানান। জাপানে চলমান টাইফুন উপেক্ষা করেও অনুষ্ঠানে অংশগ্রহণ করায় রাষ্ট্রদূত তাঁদের ধন্যবাদ জানান। তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক বিষয়ের খোঁজখবর নেন। পরে রাষ্ট্রদূত জাপান -বাংলাদেশ সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পরবর্তী পর্যায়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা জাপানে পড়তে আসার পূর্বে ও পরে মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মুক্ত ও বিশদ আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান বেরকরার চেষ্টা করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে বর্তমান ছাত্র-ছাত্রীদের সহায়তা করার আহ্বান জানান। তিনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে মেন্টরশিপ পদ্ধতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার ওপর গুরুত্ব প্রদান করেন। জাপানে কিভাবে বাংলাদেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা ও নানাবিধ বৃত্তির সংখ্যা বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত অত্যান্ত আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের কথা শুনেন এবং তাদের সমস্যাগুলোর সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠান আয়োজন করায় দুতাবাসকে ধন্যবাদ জানিয়ে নিয়মিতভাবে এরকম আয়োজন করার জন্য অনুরোধ জানান। পরে আগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com