পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে স্ব স্ব ধর্মচর্চা করছে। তিনি আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় চান্দামারী হরিমন্দিরে রাশমেলা পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, রংপুর জেলা ২০০৮ সাল পূর্ব সময়ে ছিল অবহেলিত ও অনুন্নত জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে রংপুর জেলা আজ উন্নয়ন ও শান্তির রোলমডেল। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে সকলকে সরকারের সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন বর্তমান সরকার রংপুরসহ দেশের পশ্চাদ্্পদ জনপদগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এক একটি অবহেলিত অঞ্চল সুখী, সমৃদ্ধ ও আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব। তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।