1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন প্রেসিডেন্টের বড়দিনের ভাষণ: কঠোর ইঙ্গিত, শান্তির শর্তভিত্তিক পরিকল্পনা আংকারার আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু দুই দেশের যৌথ টিমের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত, কুয়াশা ও আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস বায়ুদূষণে দিল্লি শীর্ষে, ঢাকা তৃতীয় বিশ্ব বাজারে স্বর্ণ-রুপা-প্লাটিনামে মুনাফা বিক্রি, মূল্য কিছুটা নিয়ন্ত্রণে শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ: গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান বিএনপি নতুন গণতন্ত্র যাত্রায় উদ্দীপনা পাচ্ছে তারেক রহমানের আগমন দেশের রাজনৈতিক শূন্যতা পূরণের ক্ষেত্রে ইতিবাচক ধাপ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত আব্দুল্লাহ

আগামী মার্চ-এপ্রিলে দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

আগামী মার্চ-এপ্রিলে দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স- এর সাথে এক আলোচনায় তিনি এই কথা জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আসছে মার্চ-এপ্রিলে সংক্রমণ আবার বাড়তে পারে। সেই আশঙ্কা মাথায় রেখে আমরা জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত করতে কাজ করছি। জানুয়ারির মধ্যেই হাসপাতালগুলোকে প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।

ডা. আবুল বাশার বলেন, গত দুই বছরে করোনাভাইরাস মোকাবেলায় নেয়া ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার আলোকে জেলা পর্যায়ে হাসপাতালের পুরো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানুয়ারির মধ্যেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আগামী দুই-একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা ষাটর্ধ্বো থেকে ৫০-৫৫ তে কমিয়ে আনার সিদ্ধান্ত আসছে।

তবে এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কো-মরবিট (ডায়াবেটিস, ক্যান্সারে আক্রান্তরা) রোগীরা আগের দুই ডোজ নেয়া কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। সেক্ষেত্রে তার রোগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ থাকতে হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com