1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শরিফ ওসমান হাদির সমাহিতকরণ জাতীয় কবির পাশে হাদির জানাজার বিশাল সমাগম: লাখো মানুষ শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রে ফেরার প্রত্যাশায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় ধর্ম উপদেষ্টার স্মরণ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সত্ত্বেও নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪০০ অতিক্রম করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফন সম্পন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নিউজিল্যান্ড দক্ষিণ সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি রয়েছেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১২৩ বার দেখা হয়েছে

এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও আমানত ও ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১১ শতাংশ সুদে ঋণ দিতে পারবে। আমানতের বিপরীতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ দেওয়া যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। যা আগামী জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে ব্যাংকের আমানত ও ঋণে সুদহার ৬ শতাংশ ও ৯ শতাংশ করা হয়।
দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান বাজার হারের সঙ্গে সামঞ্জস্য বজায় না রেখে, তুলনামূলক উচ্চ সুদ ও মুনাফার হার আমানত গ্রহণের ফলে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদ বা মুনাফার হারে গ্রাহকের অনুকূলে ঋণ বা লিজ বা বিনিয়োগ সুবিধা প্রদান করতে হচ্ছে। এতে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পাচ্ছে। এছাড়া খেলাপি ঋণের পরিমাণ ও হার বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এমন অবস্থায়, আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ বা মুনাফার হার ৭ শতাংশ এবং ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার কার্যকরী হার ১১ শতাংশ নির্ধারণ করা হলো।

তবে আগে বেশি সুদে নেওয়া আমানত মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নতুন করে রাখা হলে তখন নতুন সুদ কার্যকর হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com