সৈয়দ সাইফুল করিম: রিক দীর্ঘদিন যাবৎ কাজ করছে এই কর্মসূচির মুল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং সমাজের অন্যান্য দুঃস্থ ও দরিদ্র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখা। অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে ‘রিক’ এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ২০২২ ইং রোজ শনিবার, পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে গ্রামীণ আই হসপিটাল, ঠাকুরগাঁও এর কারিগরি সহায়তায় দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ১০১২ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। ২১৩ জনকে চশমা এবং ১০৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চশমা প্রদান এবং পরবর্তী ফলোআপসহ রোগীর থাকা খাওয়া নিশ্চিত করা হয়। উক্ত চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিকের উপ-পরিচালক জনাব আবু রিয়াদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার প্রবীণ কর্মসূচীর কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসী বেগম, দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, প্রবীণ কর্মসূচীর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সংলিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীগণ। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রিক পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার আঃ মালেক প্রামানিক শামীম ।