1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো এক ঐতিহাসিক বিদায় : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ইরান কানাডার রয়্যাল নেভিকে সন্ত্রাসী ঘোষণা করলো মালি ও বুরকিনা ফাসো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা ঘোষণা বিপিএলের নতুন সূচি প্রকাশ, ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে হবে ফাইনাল মোহনলালের মা শান্তাকুমারী ইন্তেকাল করেছেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া মৌসুমি আক্তার সালমার সাত বছরের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ নিশ্চিত বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বাগদানের পর বিয়ের প্রস্তুতি শুরু ঢাকার পুঁজিবাজার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রাজধানীতে এলপিজি সংকট ও বাড়তি মূল্য: সরকারি রেট অনুপস্থিত, ভোক্তা অসহায় জাতীয় রাজস্ব বোর্ডে ১৭ কাস্টমস ও ভ্যাট কমিশনারের পদে রদবদল

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের ঋণসংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

রবিবার (৬ এপ্রিল) ইসলামী ব্যাংকের একটি সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মুহাম্মদ মুনিরুল মওলাকে সোমবার থেকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক।

এর আগে, ২০১৭ সাল থেকে ব্যাংকটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদ গঠনের পর অনিয়ম খুঁজতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

ইসলামী ব্যাংকের একটি সূত্র জানায়, নিরীক্ষায় এস আলম সংশ্লিষ্ট প্রায় ১ লাখ কোটি টাকার ঋণে অনিয়মের তথ্য বেরিয়ে আসার পাশিপাশি এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে পরিচালনা পর্ষদের সভায় এমডিকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে অপসারণের জন্য চিঠি দেবে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংক তদারকিতে যুক্ত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এস আলম পালিয়ে গেলেও এমডি বহাল তবিয়তে ছিলেন। এটি ব্যাংকটির কর্মকর্তারা কোনোভাবেই মানতে পারছিলেন না। এ জন্য পর্ষদ বাধ্য হয়ে এমডিকে ছুটিতে পাঠিয়েছে। এ ছাড়া, নিরীক্ষা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য এমডিকে সরিয়ে দেওয়া ছাড়া বিকল্প ছিল না বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com