আন্তর্জাতিক ডেস্ক
ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে ইকবাল দেওয়ান (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ইকবালের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই দিন সকাল ৯টার দিকে রোমের মেট্রো ‘এ’ লাইনে কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকবাল দেওয়ান। পাশের যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে রোমের সান জোভান্নি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হৃদ্যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ইকবাল দেওয়ান দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। সহকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় প্রবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে অধিকাংশের মৃত্যু হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে হচ্ছে।
সামাজিক সংগঠনগুলোর নেতারা মনে করছেন, প্রবাসজীবনের অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব এসব মৃত্যুর অন্যতম কারণ। তারা প্রবাসীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম আহার ও সচেতন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইকবাল দেওয়ানের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে কখন পাঠানো হবে, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।