1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাশিয়ার নতুন হাইপারসনিক ও পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগ শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিএনপি শোক প্রকাশ শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, ঢাবিতেও বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ আজ দেশে আসছে হামলার কারণে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যক্রম বন্ধ তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি

আবুধাবির মোসাফ্ফায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগর মোসাফ্ফায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ ঐক্য, সংগঠনের শক্তিশালী ভূমিকা ও আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


সোমবার (২৭ অক্টোবর) মোসাফ্ফা যুবদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী আব্দুল জলিল ও মো. মাসুম মিয়া, সহ-সভাপতি ওসমান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ইলিয়াস অভি, সাংগঠনিক সম্পাদক মাসুদ শিকদার ও মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিমানবন্দরে হয়রানি বন্ধসহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসে থেকেও সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা উচিত। বক্তারা সংগঠনের নবীন সদস্যদের দলীয় আদর্শে অনুপ্রাণিত থেকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রুহুল আমিন, মোহাম্মদ মোরশেদ আলম, আবুল কাশেম, মো. রাশেদ, আবুল কালাম আজাদ ও শাকিল মিয়া। বক্তাদের আলোচনায় প্রবাসীদের সমস্যাবলি, বিশেষ করে শ্রম ও অভিবাসন সংক্রান্ত নানা চ্যালেঞ্জের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

শেষে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা প্রবাসে রাজনৈতিক সংগঠনগুলোর সক্রিয়তা ও ঐক্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com