স্বাস্থ্য ডেস্কঃ: দেশি-বিদেশি ক্যান্সার বিশেষজ্ঞরা বিয়ে, চাকরি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ক্যান্সার স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এমন উদ্যোগ নিলে ক্যান্সার প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব হবে এবং দেশের ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনা যাবে।
এই আহ্বান জানানো হয় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলজি ক্লাবের আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস–২০২৫ এর সমাপনী দিনে। সম্মেলনে দেশের ক্যান্সার চিকিৎসা অবকাঠামোর অপ্রতুলতার বিষয়েও বিশেষজ্ঞরা আলোচনা করেন।
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এএফএম কামাল উদ্দিন বলেন, “বর্তমানে বাংলাদেশে ১ লাখ ৮৪ হাজার ক্যান্সার রোগীর জন্য অন্তত ২০৯টি রেডিওথেরাপি মেশিন প্রয়োজন, অথচ দেশে মাত্র ২৯টি আছে। ফলে অধিকাংশ রোগী শেষ পর্যায়ে এসে চিকিৎসার সুযোগ পাচ্ছেন।” তিনি প্রস্তাব করেন, বিভাগীয় পর্যায়ে নতুন রেডিওথেরাপি ইউনিট স্থাপন এবং বাধ্যতামূলক স্ক্রিনিং শুরু করা হোক।
অন্য বিশেষজ্ঞ ডা. এম. সাইফুল হক বলেন, “ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে গণমাধ্যমের ভূমিকা বড়।” অনকোলজি ক্লাবের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমনও জানান, সাংবাদিকরা জনগণের মাঝে সচেতনতা ছড়িয়ে দিলে ক্যান্সার প্রতিরোধ অনেক সহজ হবে।
সমাপনী অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, “উন্নয়নশীল দেশে ক্যান্সার রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ক্যান্সার মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই।”
কংগ্রেসে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহ মোট ১,২০০ জন চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যপেশাজীবী অংশগ্রহণ করেন। একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত ছিল ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিঙ্গাপুরের সিংহেলথ ও গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট।