স্বাস্থ্য ডেস্ক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানিয়েছেন, বিএমইউতে ৩৮ কোটি টাকায় অত্যাধুনিক এআই-ভিত্তিক রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এছাড়া একটি পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শনিবার বিএমইউয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে “প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি: শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বয়” শীর্ষক আলোচনায় তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, প্রিসিশন অনকোলজি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করবে এবং বিএমইউ এই পরিবর্তনের নেতৃত্ব দিতে চায়।
উপাচার্য আরও জানান, ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে শিগগিরই সমঝোতা চুক্তি হবে, যা বাংলাদেশের ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় নতুন অধ্যায় খুলবে। সিঙ্গাপুরের প্রফেসর ডা. হান চং তোহ বলেন, এআই ও জিনোমিক ডেটার সমন্বয়ে ভবিষ্যতে প্রতিটি রোগীর জন্য ব্যক্তি-নির্ভর চিকিৎসা পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিএমইউ অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হুসাইন সভাপতিত্ব করেন এবং রেসিডেন্টরা কারিকুলাম ও কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।