নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ তথ্য অনুযায়ী, আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন ছাড়া ২৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া, গত একদিনে ১,১৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৮২ হাজার ৬১২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন। এ বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট ৮৬ হাজার ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩৩৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ৫৭৫ জন মারা গেছেন। গত বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।
ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক হওয়ায় বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন।