1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার কথা বললেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জাতীয় নাগরিক পার্টির ১২৫ আসনে নারী প্রার্থী ১৪ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকায় ঢাকা বিভাগের ৩১ আসন তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল ঢাকা-৭ আসনে এনসিপির মনোনয়ন পেলেন তারেক এ আদেল ইইউ কূটনীতিকদের সঙ্গে নির্বাচন-পূর্ব পরিস্থিতি নিয়ে এনসিপির মতবিনিময় বাংলাদেশ–আলজেরিয়া সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের ইন্দোনেশিয়া ভিসা গ্রহণ ও জমা কার্যক্রম সাময়িক স্থগিত প্রকৌশল পেশায় ডিগ্রিভেদজনিত দাবিদাওয়া পর্যালোচনায় কমিটির মেয়াদ বাড়ল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র লিথুয়ানিয়া রাষ্ট্রপতির নিকট পেশ

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকায় ঢাকা বিভাগের ৩১ আসন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা বিভাগের একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। বুধবার সকালে ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে প্রথম ধাপের ১২৫ আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় ঢাকা বিভাগের মোট ৩১টি আসনের প্রার্থী ঘোষণা অন্তর্ভুক্ত রয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলাম এবং ঢাকা-১৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন পেয়েছেন। ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাসনিম জারা। ঘোষণার সময় জানানো হয়, মনোনীত সব প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

দলের সদস্যসচিব আখতার হোসেন জানান, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলেও যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের যোগ্যতা পুনর্মূল্যায়ন করা হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বা নির্বাচনসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল করা হবে। তিনি আরও বলেন, তিন ধাপে দেশের সব আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং প্রথম ধাপে ঘোষিত তালিকা সেই প্রক্রিয়ারই অংশ।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, দল মনোনয়ন প্রদানের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও সততার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হবে এবং দলীয় প্রার্থীদের সেই নিয়ম মানার বাধ্যবাধকতা রয়েছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দল এমন প্রার্থী নির্বাচন করেছে, যারা জনস্বার্থকে অগ্রাধিকার দেবেন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করবেন না। তিনি ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।

ঢাকা বিভাগের ৩১টি আসনে ঘোষিত এনসিপির প্রার্থী তালিকায় আছেন বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সাবেক সামরিক কর্মকর্তা ও স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিত্ব। দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক গ্রহণযোগ্যতা ও নির্বাচনি প্রস্তুতি বিবেচনায় নিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত তালিকায় টাংগাইলের পাঁচটি আসন, মুন্সিগঞ্জের দুইটি আসন, ঢাকা জেলার ১১টি আসন, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের বিভিন্ন আসন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কয়েকজন নতুন মুখ ও তরুণ প্রার্থীও রয়েছেন, যাদের রাজনৈতিক পথচলা মূলত স্থানীয় সংগঠন ও নাগরিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে বিস্তৃত হয়েছে।

নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে দলের ভেতরে নির্বাচনি প্রস্তুতি জোরদার হয়েছে। নতুন প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা, ভোটার যোগাযোগ এবং নির্বাচনি কাঠামো গঠনের ক্ষেত্রে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর অনেক প্রার্থী নির্বাচনি আচরণবিধি অনুসরণ, ব্যয়সীমা মানা এবং প্রচারণার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এনসিপি প্রথমবারের মতো বড় পরিসরে সংগঠিতভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ফলে দলটি আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক উপস্থিতি তৈরি করতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দলগুলোর অংশগ্রহণ বহুদলীয় কাঠামোয় প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে পর্যবেক্ষকদের মন্তব্য। তবে এ প্রভাব নির্ভর করবে প্রার্থীদের মাঠপর্যায়ের সংগঠন, প্রচারণা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের দক্ষতার ওপর।

ঢাকা বিভাগে ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন—
টাংগাইল-১: সাইদুল ইসলাম; টাংগাইল-৩: সাইফুল্লাহ হায়দার; টাংগাইল-৫: মাসুদুর রহমান রাসেল; টাংগাইল-৭: খন্দকার মাসুদ পারভেজ;
মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ; মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম;
ঢাকা-১: মো. রাসেল আহমেদ; ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম; ঢাকা-৫: এস এম শাহরিয়ার; ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল;
ঢাকা-৯: ডা. তাসনিম জারা; ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম; ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা; ঢাকা-১৩: আকরাম হুসাইন;
ঢাকা-১৫: মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস; ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব; ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন;
ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী; ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত; ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ;
গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল;
নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল; নরসিংদী-২: সারোয়ার তুষার; নরসিংদী-৪: মো. মামুনুর রহমান জাহাঙ্গীর; নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার;
নারায়ণগঞ্জ-৪: এডভোকেট আব্দুল্লাহ আল আমিন; নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু;
রাজবাড়ী-২: সাইয়েদ জামিল;
ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা;
গোপালগঞ্জ-১: প্রলয় কুমার পাল; গোপালগঞ্জ-৩: মো. আরিফুল দাড়িয়া;
শরীয়তপুর-১: মো. আব্দুর রহমান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অবশিষ্ট আসনগুলোর মনোনয়ন তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দলীয় প্রার্থীদের প্রচারণা, স্থানীয় কমিটির তৎপরতা এবং নির্বাচনি সরঞ্জাম প্রস্তুতকরণ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com