নিজস্ব প্রতিবেদক; জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
শুনানি শেষে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
একই সঙ্গে খালেদা জিয়ার সম্মতি থাকলে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নত চিকিৎসা দিতে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।