1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা জনি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১
  • ১০৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি জোবায়ের হোসেন জনিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার দিকে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোবায়ের হোসেন জনি জেলা শহরের চরশোলাকিয়া এলাকার আকবর হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বিএনপির গত ৩০ মার্চের কর্মসূচি ঘিরে জেলা শহরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিদের গ্রেফতার করতে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে। এসময় জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে জোবায়ের হোসেন জনিকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার জোবায়ের হোসেন জনিকে শনিবার (০৮ মে) কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com