1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৯০ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কমিটি সদস্য খাদ্য মন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. আব্দুল মালেক, আ ক ম বাহাউদ্দিন, মো. হাসিবুর রহমান স্বপন, মো. নূরুল হক, শেখ ফজলে নূর তাপস এবং বেগম শিরিন নাঈম বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি দুর্যোগ উত্তর জরুরি প্রয়োজনে সরকারি ও পারিবারিক পর্যায়ে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৮টি সাইলো নির্মাণ প্রকল্পের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করে। এছাড়া যে সব জেলায়/স্থানে উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপন্ন হয় সেসকল স্থানে ভবিষ্যতে সাইলো নির্মাণের উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করে।
বৈঠকে সমন্বিত খাদ্য নীতি গবেষণা কার্যক্রম ও নীতি নির্ধারণে সহায়তা, সারাদেশে ডিজিটাল পদ্ধতিতে খাদ্য মজুদ ও খাদ মন্ত্রণালয়ের খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট জনবলের দক্ষতা বৃদ্ধিকরণের সুপারিশ করা হয়। এছাড়া খাদ্য অধিদপ্তরের জনবল নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করে। কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম দৃশ্যমান এবং গতিশীল করারও সুপারিশ করে।
বৈঠকে দেশের প্রতিটি খাদ্য গুদামে সরকারের ক্রয়কৃত ধান, চাল বা গম যে পরিমাণে গুদামজাত করা হয় তার সুনিদিষ্ট হিসাবে বাস্তবে যাচাই-বাছাই করা এবং কোনক্রমেই যাতে নিম্নমানের খাদ্যশস্য গুদামজাত করা না হয় সে বিষয়ে খাদ্য অধিদপ্তর থেকে কঠোর মনিটরিং ও নজরদারি অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
কমিটি পরবর্তী বৈঠকে খাদ্য মজুদ ও সংগ্রহের সময় ভিত্তিক তথ্য প্রতিবেদন দাখিলের সুপারিশ করে। এছাড়া সরকারি খাদ্য গুদাম ও বেসরকারি গুদামজাতকরণ সম্বলিত পরিসংখ্যানের সচিত্র প্রতিবেদন দাখিলেরও সুপারিশ করে।
খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com