নেত্রকোনা প্রতিনিধি বয়স্ক ভাতার তালিকায় টিকে থাকতে না পেরে বিধবা ভাতার তালিকায় লিখিয়েছেন এক পুরুষ। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়।
বিধবা ভাতার তালিকায় নাম ওঠা মোহাম্মদ আলী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিপ্রবর্গ গ্রামের মনির উদ্দিনের ছেলে।
উপজেলা সমাজসেবা বিভাগের কান্দিউড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বয়স্ক ভাতার জন্য পুরুষের ৬৫ ও নারীর বয়স হতে হয় ৬২ বছর। মোহাম্মদ আলীর বয়স ৬৫ বছর না হলেও সে বয়স্ক ভাতা ভোগ করছিল। এমআইএস কার্যক্রমের সময় বয়স কম প্রমাণিত হওয়ায় তার ভাতা কার্ড বাতিল হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ এমআইএস তালিকা করার সময় ওই ব্যক্তির নাম বিধবা ভাতার তালিকায় উঠিয়ে দেয়।
কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার জানান, এটি ইচ্ছাকৃত নয়। তালিকা সংশোধন করে দেয়া হবে।
কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ভুলের কারণে এমনটি হয়েছে। শিগগিরই তালিকা থেকে ওই ব্যক্তির নাম বাতিল করা হবে।