1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রস্তুত বিএনপি: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ১ হাজার ৮০০ রূপগঞ্জে কিশোরদের সাজানো ডাকাতির নাটক, তিনজন গ্রেপ্তার দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব পাকিস্তানের ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজউক চেয়ারম্যান ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের আশা সালাহউদ্দিন আহমদের প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রবিবার থেকে সব বার্ষিক পরীক্ষা শুরু রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান ভিপি সাদিক কায়েমের

গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত এবং প্রায় অর্ধশত শ্রমিক আহত, মিরপুরের ডিওএইচএস এবং পরিবাগে গৃহশ্রমিক নির্যাতনের ঘটনায় শ্রমিক নিরাপত্তা ফোরাম এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ১৭৮ বার দেখা হয়েছে

শ্রমিক নিরাপত্তা ফোরাম এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত এবং প্রায় অর্ধশত আহত, এবং মিরপুরের ডিওএইচএস ও পরিবাগ এলাকায় গৃহশ্রমিক নির্যাতনের ঘটনায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের ওই কারখানার ডাইং সেকশনের বয়লায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হলে চার তলা ভবনের একপাশ ধসে পড়ে। এ ঘটনায় ১০ শ্রমিক নিহত হয় এবং এ আহত হয় আরো প্রায় অর্ধশতাধিক শ্রমিক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় সাবিনা আক্তার (১১) এবং পরিবাগে রহিমা আক্তার বেবী (৩০) নামে দুই গৃহশ্রমিক নির্যাতনের ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তারা বলেন, বয়লার দূর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। বারবার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও সুরক্ষার তাগিদ দেওয়ার পরও এ ধরনের দূর্ঘটনা ঘটেই চলেছে। এতে প্রতীয়মান হয় যে এ বিষয়ে কর্তৃপক্ষের যথেষ্ট অবহেলা রয়েছে। আর এ অবহেলার কারনে একের পর এক দূর্ঘটনা ঘটছে এবং শ্রমিকের প্রানহানীর পাশাপাশি প্রতিবেশী এবং পথচারীরাও দূর্ঘটনার শিকার হচ্ছে। বক্তারা কারখানাসমূহে পরিদর্শন ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানান।
উপরোক্ত ঘটনা সমূহের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি বিধান করা, নিহত শ্রমিক পরিবার এবং আহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা প্রদানের পাশাপাশি সারাদেশে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে শ্রম আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সভাপতি কামরূল আহসান, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এবং শ্রমিক নিরাপত্তা ফোরাম এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কভুক্ত খ্যাতনামা মানবাধিকার সংগঠন ও জাতীয়ভিত্তিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com