নিজস্ব প্রতিবেদক
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শফিকুল কবির মিলনায়তনে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে শনিবার (২৯ নভেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, কল্যাণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৬টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন:
সংগঠনের একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কয়েকটি পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচিতদের ফলাফল ঘোষণার মাধ্যমে আগামী এক বছরের জন্য সংগঠন পরিচালনার দায়িত্ব প্রদান করা হবে।
ডিআরইউ’র এই নির্বাচন ঢাকা শহরে সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে স্বচ্ছ, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের ফলাফল সাংবাদিকদের পেশাগত পরিবেশ, সংগঠনের নীতি-নিয়ম এবং আগামী বছরের কার্যক্রমে প্রভাব ফেলবে। ভোটগ্রহণের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে ডিআরইউ সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যবেক্ষণ করছেন।