জাতীয় ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পুলিশ সব দিক বিবেচনায় নিয়েছেন এবং ভোটকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করছে। তিনি বলেন, এই উদ্দেশ্যে পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল আনা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, নির্বাচনের সময় প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে নিরাপত্তার প্রয়োজনে অনেক প্রার্থীকে গার্ড প্রদান করা হয়েছে এবং আগামীতেও প্রার্থীরা চাইলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, হাদি হত্যা মামলার সকল আসামিকে আইনের আওতায় আনা এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
ক্র্যাবের সভায় ২০২৫ সালের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে সাংবাদিক সমাজের নানান দিক ও সাফল্যের ওপর গুরুত্বারোপ করা হয় এবং সাংবাদিকদের পেশাদারিত্ব বৃদ্ধি ও সাংবাদিকতার মান উন্নয়নে উৎসাহ প্রদান করা হয়।