পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে ও আলোকিত সমাজ গঠনে সহায়ক হয়। জাতির নিজস্ব কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
তিনি আজ রংপুর টাউন হল মিলনায়তনে স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’ আয়োজিত আযান, কেরাত, হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠকগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংস্কৃতিক ব্যক্তি কোন সন্ত্রাসী বা জঙ্গি জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হতে পারে না। তিনি ‘বাংলার চোখ’ সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে প্রতিমন্ত্রী রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সভায় যোগদান করেন।