কেশবপুরের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এর সুফল কেশবপুরবাসী পেতে শুরু করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। যেখানে সেখানে বাঁধ দেয়া এবং মাছের ঘের নির্মাণ থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, বন্যা দুর্গতদের জন্য বন্যা পরবর্তী চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।