সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচকে সাদেকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে যশোর জেলা ও কেশবপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, মরহুম সাদেক প্রশাসক হিসেবে যেমন গুণী ও দক্ষ ছিলেন, রাজনীতিবিদ হিসেবেও তেমন সফল ও জনপ্রিয় ছিলেন। বক্তারা এ সময় কেশবপুরের সাধারণ মানুষের সাথে মরহুম সাদেকের সখ্য ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তারা আরো বলেন, ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে অনবদ্য ভূমিকার জন্য মরহুম সাদেক চিরস্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে মরহুম সাদেকের স্মরণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর পক্ষ থেকে ১২জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।