বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনবান্ধব করপ্রদান নীতিই জনগণকে কর প্রদান করতে উৎসাহিত করবে। ওয়ানস্টপ সার্ভিস করপ্রদান প্রক্রিয়া সহজ করা, করপ্রদান সম্পর্কে ভীতি দূরীকরণ বা বিশেষ প্রণোদনা কর্মসূচি কর গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করবে। করপ্রদান মানেই দেশের সেবা করা, উন্নয়নের অংশীদার হওয়া এবং তা জনগণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জের সারা কমিউনিটি সেন্টারে ঢাকা কর অঞ্চল-৪-এর উদ্যোগে আয়োজিত ‘আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ২০১৭’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ক্রমবর্ধমান উন্নয়নের জন্য কেরাণীগঞ্জে করপ্রদান সক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বচ্ছল এ সব লোক কর প্রদান করতে ইচ্ছুক। শুধু করপ্রদান প্রদ্ধতি সহজ করা এবং এর সাথে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, করের টাকায় শুধু আমাদের বেতনই হয় না, সকল উন্নয়নও সংগঠিত হয়। প্রতিমন্ত্রী এসময় নতুন করদাতাদের মধ্য থেকে ১৭০ জনকে ই-টিন প্রদান করেন।
ঢাকা কর অঞ্চল-৪-এর কমিশনার রাধেশ্যাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী ও কেরাণীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজ শেখ বক্তব্য রাখেন।