1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঝুলন্ত অবস্থায় এনসিপির নেত্রীর লাশ উদ্ধার আয়নাঘরে গুম-নির্যাতন মামলায় ১২ সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির অভিযোগ গঠন আজ ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আরব বসন্ত: পাঁচ শাসকের ক্ষমতাচ্যুতি এবং পরবর্তী পরিস্থিতি অপরাধ দমনে দেশজুড়ে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান জোরদার শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টায় বহনকৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ঘটনার বিস্তারিত তথ্য গাজার মানবিক সংকট তীব্র হচ্ছে শীতকালীন ঝড়ে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের নামাজের সময়সূচি প্রকাশ ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ভেতরে মর্টার নিক্ষেপ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ইতালিতে ছিনতাইকারীদের গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু, মরদেহ ফেরাতে পরিবারের আবেদন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দুই মামলার রায় ২৯ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ১৩০ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনাকে ১৯৮৯ সালের ১০ অগাস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হত্যাচেষ্টা করার দুই মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আজ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ দিন ধার্য করেন

এ বিষয়ে আদালতের পেশকার ইফতেখার হোসেন সোহাগ সাংবাদিকদের জানান, গুলি ও বোমা ছুড়ে আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় ১৯৮৯ সালের ১১ অগাস্ট বঙ্গবন্ধু ভবনের (বর্তমানে জাদুঘর) নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল হক বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে ফ্রিডম পার্টির ১২ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা ও বিষ্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই আসামিদের মধ্যে চারজন কারাগারে, পাঁচজন জামিনে, তিন জন পলাতক আছেন। আগামী ২৯ অক্টোবর এ দুই মামলারই রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন বিচারক।

মামলায় অভিযোগ করা হয়, ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অতর্কিত গুলিবর্ষণ ও বোমা হামলা করে এবং হামলাকারীরা ‘কর্নেল ফারুক-রশিদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। পরে ঘটনার তদন্ত করে সিআইডির এএসপি খালেকুজ্জামান ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলার আসামিরা হলেন- গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হোমায়েন কবির, মো. শাজাহান বালু, লেফটেনেন্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com