রাজনীতি ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা সক্রিয় রয়েছেন। তিনি দাবি করেন, কেউ এস আলমের মাধ্যমে, কেউ আবার অন্যভাবে প্রভাব বিস্তার করছেন এবং এসব ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আসন্ন নির্বাচনে মনোনয়নও পাচ্ছেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার বরমা কলেজ মাঠে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এ অভিযোগ করেন। তিনি বলেন, “এটা শুধু আমার কথা নয়, জনগণেরও বক্তব্য যে, হাসিনার লোকজন এখনো রাজনৈতিকভাবে সক্রিয়।”
অলি আহমদ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, পণ্যের মূল্যবৃদ্ধি ও আর্থিক অনিয়মের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাঁর দাবি, সাবেক সরকারের সময় ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। তিনি বলেন, “১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এই অর্থ দেশে থাকলে বাংলাদেশ আজ ধনী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেত।”
বর্তমান সরকারের প্রতি সমালোচনা করে অলি আহমদ বলেন, “দেশের অবস্থা ভালো নয়, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, অথচ রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নেই।”
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “খেলাচ্ছলে দেশ পরিচালনা করা যায় না। লটারি করে মন্ত্রী বানালে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের স্থিতিশীলতা আরও বিঘ্নিত হবে।” তাঁর ভাষ্য, বর্তমানে বিএনপির মনোনয়নপ্রক্রিয়া ঘিরে বিভিন্ন স্থানে সংঘাত, গোলাগুলি ও দখলবাজির ঘটনা ঘটছে, যা সারাদেশে এক অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে।
সম্মেলনে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মোরশেদ ও সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম. এ. ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল এবং উদ্বোধক ছিলেন আনিসুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আকতার আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
অলি আহমদ তাঁর বক্তব্যে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
চন্দনাইশে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এলডিপি ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যাশা প্রকাশ করা হয়।