নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি প্লট বরাদ্দ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের সাজা হয়েছে। তিনি বলেন, এই বিচার প্রক্রিয়া বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে, যেখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ৯০-এর গণ অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, “এটি হাসিনার করা আদালত বা হাসিনার গড়া ট্রাইব্যুনাল নয়; এটি একটি স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচার হচ্ছে। এখানে প্রভাবিত করার কোনো সুযোগ নেই।”
জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, দলের প্রধান নেতা উল্লেখ করেছেন যে দেশে বর্তমানে মতপ্রকাশের পরিবেশ নেই। রিজভী মন্তব্য করেন, “দেশে একটি প্রবাদ আছে, ‘ভূতের মুখে রাম নাম’। এটি আশ্চর্যজনক হলেও সত্য। জাতীয় পার্টিই পূর্বে হাসিনা রিজিমের সহযোগিতা করেছে। তারা এখন গণতন্ত্রের পাঠ দিচ্ছে, কিন্তু তাদের ভূমিকার কারণে দীর্ঘদিন হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছেন। তারা নানাভাবে সরকারের সঙ্গে আঁতাত করেছে।”
তিনি আরও বলেন, “এরশাদ ও হাসিনা একসঙ্গে দেশের অর্থনীতি পরিচালনা করেছিলেন। গত ১৫ বছরে যে অর্থনীতি গড়ে উঠেছে, সেটি ‘হাসিনোমিক্স’ নামে পরিচিত। এর মধ্যে রয়েছে এমন নিয়মনীতি যার ফলে ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ ফেরত দিচ্ছে না, ঋণ পরিশোধ না করে পুনরায় ঋণ নিতে পারছে। বর্তমানে সাড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করছে।”
রিজভীর বক্তব্যে স্পষ্ট করা হয়, বিচার প্রক্রিয়া এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বর্তমানে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তভাবে পরিচালিত হচ্ছে। তিনি নির্বাচিত সরকারের কার্যক্রম ও নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।