আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে।
আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রায়কে আইনগতভাবে মোকাবিলা করা হবে।
পরে তিনি বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, মোঃ সেলিম ভূঁইয়া ও মনির হোসেন বাবুল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন।
দুপুরে আইনমন্ত্রী আখাউড়া স্থলবন্দর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।