বাংলাদেশের জ্বালানি খাতকে আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার—এমন মন্তব্য করেছেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
রোববার (২৬ অক্টোবর) সিলেটের জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডটি ভবনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, “সরকারের লক্ষ্য হলো জ্বালানি খাতকে আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ ব্যবহার করে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, যাতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় এবং টেকসই উন্নয়ন সম্ভব হয়।”
এসময় তিনি পেট্রোবাংলা এবং এর আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রকল্পগুলো যথাসময়ে এবং মানসম্পন্ন বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “প্রতিটি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
জ্বালানি খাতের উন্নয়নে কাজ করার পাশাপাশি সরকারের উদ্দেশ্য হল জ্বালানি সেক্টরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, যাতে দেশের ভেতরে উৎপাদিত জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানো যায়।
কর্মশালার সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান এবং এর সঞ্চালনায় ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আছমা আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন, যার মাধ্যমে দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী ও উন্নত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।