বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-ঘাতক-দুর্নীতির জঞ্জাল, আর শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ, গড়বে নতুন বাংলাদেশ। শিশু-কিশোর ও পারিবারিক বিনোদনের স্যাটেলাইট টেলিভিশন দুরন্ত টিভির লোগো উন্মোচনকালে একথাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দুরন্ত টিভির লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।
শিশুতোষ এই টিভি চ্যানেলের যাত্রাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অতীতের দেশি-বিদেশি জবরদখলের কারণে দেশ যতটুকু পিছিয়ে পড়েছিল, তা কাটিয়ে বিশ্বের সাথে সমানতালে দেশকে এগিয়ে নিতে শিশু-কিশোর-যুবাদের দুরন্ত গতিতে ছুটতে হবে। দেশপ্রেম বুকে নিয়ে শিক্ষা ও দক্ষতা অর্জন করে দেশের মুখ উজ্জ¦ল করতে হবে তাদের। আর দুরন্ত টিভি হবে এই অগ্রযাত্রার বাহন। এসময় শিশু-কিশোরদের বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে, বালক-বালিকার সমতা, পরিবেশের সাথে বন্ধুত্ব ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান রপ্ত করার জন্য অনুপ্রেরণা দেন হাসানুল হক ইনু।
দুরন্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাদের বক্তব্যে দুরন্ত টিভির শুভযাত্রা কামনা করেন।
তথ্যমন্ত্রী এরপর রাজধানীর বসুন্ধরা সিটি মলে স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। সানি সানোয়ারের চিত্রনাট্যে দীপংকর দীপন নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।
#