মোঃখালেদ বিন ফিরোজ,নওগাঁঃনওগাঁর মহাদেবপুর থানা পুলিশ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।জানা গেছে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের হাটখোলা এলকার সাইফুল ইসলামের ছেলে ব্যবসায়ী আল আমিন অনু:(২২) ও একই এলকার সিদ্দিকের ছেলে মুসা অনু:(২৩)কে মাদকসহ গত ৩১ মে বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে মহাদেপুর থানা এস আই রউফ ও তার সঙ্গীয় ফোর্স আটক করে থানা নিয়ে আসে। মহাদেবপুর থানা পুলিশ আল আমিন ও মুসাকে হিরোইন ও ইয়বাসহ উপজেলার আরিফ মেমোরিয়াল কলেজ মাঠ থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে অনেক রাত পর্যন্ত থানায় রেখে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয় বলেও একটি সূত্রে জানা গেছে।
আটককৃত আল আমিনের পিতা সাইফুল ইসলাম জানান, থানা পুলিশ ১৫ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। এছাড়াও স্থানীয় এক সংবাদকর্মীকে ম্যানেজ করে সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখেন। ওই দিন রাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সাথে পরিচয়ের মাধ্যমে বিষয়টি নিয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে কৌশলে এড়িয়ে যান এবং সামনা সামনি দেখা করার জন্য বলেন। বিষয়টি নিয়ে এস আই আব্দুর রউফ এর সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি নানাভাবে টালবাহানা করে ওসি স্যারের সাথে কথা বলার পরামর্শ দেন।বিষয়টি নিয়ে মামলা হয়েছে কি-না, কেন ধরলেন ইত্যাদি বিষয়ে জানতে চাইলে তিনি নানাভাবে এড়িয়ে যান এবং টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করেন।মহাদেবপুর থানার ও’সি মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন প্রকৃত মাদক ব্যবসায়ীর সাথে কম্পোরমাইজ করি না। তবে তারা মাদক ব্যবসায়ী নয় তারা খাচ্ছিল আর খাওয়া পাটিকে আমরা একটু এদিক সেদিক করি বলে বিরক্তির সুরে ফোনটি রাখার কথা বলে ফোনটি কেটে দেন। আবার ডেক্স থেকে মহাদেবপুর থানার ও’সি মিজানুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ না হওয়ার কারণে মতামত নেয়া সম্ভব হয়নি।এ বিষয় পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম পিপিএম এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।